top of page




ACLC স্কুল

প্রবাসে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসারে MBFA কাজ করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। এরই ধারাবাহিকতায়, প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্মের বাঙালিদের মধ্যে আপন সংস্কৃতির পরিচয় ও বিকাশ ঘটানোর লক্ষ্যে কয়েকজন সাহসী, অভিজ্ঞ সংস্কৃতি কর্মীর হাত ধরে ২০১৯ এর নভেম্বরে ACLC (Art Culture & Language Center) আত্মপ্রকাশ করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ACLC বর্তমানে সংগীত, নৃত্য এবং বাংলা ভাষা এই তিন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি এর শিক্ষার্থীদের মনবিকাশের জন্য নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফর্ম (ফর্ম উপাদান)
bottom of page