top of page
MBA_WebBannergjhgj.png

আমাদের সম্পর্কে

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু ২০১৪ সালে।  মুষ্টিমেয় কিছু প্রবাসী পরিবারের নিবেদিত চেষ্টায় এটি একটি ছোট সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে । অতঃপর গত ৭ বছরের অক্লান্ত প্রচেষ্টার ফসল হিসেবে এটি আজ প্রবাসী বাংলাদেশিদের একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে, যারা মালয়েশিয়ার বৈচিত্রমন্ডিত সমাজ ও সাংস্কৃতিক পরিবেশে দেশীয় আচার, ঐতিহ্য ও বাংলা ভাষাকে সংরক্ষণে বদ্ধপরিকর এবং সাদা নিবেদিত।

 

বাঙালি সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য  মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন প্রতি বছর বাংলা  "নব বর্ষ উদযাপন" করে যাচ্ছে শুরু থেকেই। একি সাথে এর মতো আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও নিয়মিত আয়োজন করে থাকে এই সংগঠন। সকল বয়সের প্রতিভাবান প্রবাসী বাংলাদেশিরা এসব  সাংস্কৃতিক পরিবেশনায় এবং সদস্য দের পারিবারিক সম্মিলনীতে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।

প্রতিবছর, "পহেলা বৈশাখ" উদযাপন এই সংগঠনের একটি জনপ্রিয় এবং অতি আকাঙ্ক্ষিত অনুষ্ঠানে পরিণত হয়েছে, যা আমাদের দেশীয়  ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত। ২০১৯ সাল থেকে      মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে 'Art Language & Culture Centre (ACLC)' প্রতিষ্ঠা করে যেটি এখানে বসবাসরত বাংলাদেশী শিশুকিশোরদের সংগীত, নৃত্য এবং বাংলা ভাষার নিয়মিত প্রশিক্ষণ দান করে যাচ্ছে।

351458434_578548194411259_8676168298743505580_n.jpg
351779108_2979498655526910_5669428425494677163_n.jpg

আমাদের লক্ষ্য

আমাদের দেশজ সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার করার মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং দেশ হিসেবে বাংলাদেশের সুনাম মালয়েশিয়ায় ও তার বাইরের গন্ডিতে  ছড়িয়ে দেয়া।

আমাদের উদ্দেশ্য 

আমাদের উদ্দেশ্য হল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সংযুক্ত করে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং চর্চা করা এবং মালয়েশিয়ায় ও এর বাইরে দেশ হিসেবে বাংলাদেশকে সুপরিচিত করে তোলা । আমাদের জাতিগত বৈচিত্র্য তুলে ধরে মালয়েশিয়ায় বাংলাদেশী অভিবাসীদের  অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে প্রহনযোগ্যতা বাড়াতেও এই সংগঠনটি  কাজ করে চলছে ।

bottom of page